durga-puja-tufanganj-maa-aschen

জেনে নিন 'কিরণমালা' সিরিয়ালে অভিনয়কারীদের আসল নাম

কিরণমালা হল স্টার জলসা চ্যানেলে প্রচারিত একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক। এটি প্রতি সোম থেকে রবিবার রাত ৮:০০ টায় প্রচারিত হয়। এটি মুলত কিরণমালাকে কেন্দ্র করে সংগঠিত।

kiranmala-actors-real-name-star-jalsha-serial

কিরণমালা জন্মের পর থেকে রাক্ষসী রাণী কটকটির সাথে যুদ্ধ করে। সে সব যুদ্ধেই কটকটিকে পরাজিত করে শুভ শক্তির জয় এবং অশুভ শুক্তির পরাজয় ঘটায়। এখন কিরণমালা নতুন সন্তান দাতা। কিন্তু কণ্যা সন্তান জন্মদানের পরও সে ক্ষান্ত হয়নি, রাক্ষসী রাণী কটকটি কিরণমালার সন্তান চুরি করে পৃথিবীতে প্রাণের অস্তিত্ত্বের বিনাস ঘটায় এবং পঞ্জিকা গ্রহে প্রাণের সঞ্চার ঘটায়।কিরণমালা তার সন্তান কে উদ্ধার করার জন্য নকুল, সোনামুখী,লম্পটকে সঙ্গে নিয়ে পঞ্জিকা গ্রহের উদ্দশ্যে রওনা হয়।তারপর তারপর পঞ্জিকা গ্রহের মাটিতে পা ফালাবার সঙ্গে সঙ্গে রক্ষসী রাণি কটকটির সঙ্গে দন্দ যুদ্ধে জয়ী হবার পরও রাক্ষসী রাণি কটকটি তাদের বন্দি করে।

কিরণমালা ধারাবাহিকে অভিনয়কারীদের আসল নাম


  • কিরণমালা / উর্মিমালা / ঝিনুকমালা হিসেবে অভিনয় করেছেন রুক্মা রায় (Rooqma Ray)
  • রাজকুমার পৃথ্বিরাজ হিসেবে ফারহান ইমব্রোজ
  • রাজা বিজয় / কিরণমালার বাবা হিসেবে কৌশিক চক্রবর্তী
  • রানী রুপমতি / কিরণমালার মা হিসেবে অদিতী চ্যাটার্জী
  • মহারানী কটকটী / কটিমা হিসেবে ছন্দ্রেয়ি ঘোষ
  • প্যাকাতি / কটকটীর মা হিসেবে চৈতালি চক্রবর্তী
  • রাজ মাতা / কিরণমালার ঠাকুমা হিসেবে মৌমিতা গুপ্ত
  • বিটকেল হিসেবে পার্থ আচার্য
  • ললনা হিসেবে জয়মালা গাঙ্গুলী
  • ছলনা হিসেবে সায়ন্তনী সেনগুপ্ত
  • মায়া পরী / মায়া আরশী হিসেবে মফিন চক্রবর্তী
  • বরুন হিসেবে ইন্দ্রদেব ব্যানার্জী
  • বদ্যি বুড়ি হিসেবে ছন্দা চ্যাটার্জী
  • কাল তপস্বী হিসেবে অনির্বান ভট্টাচার্য
  • শঙ্খীনি হিসেবে রিয়া গাঙ্গুলী চক্রবর্তী
  • সুবর্ণ হিসেবে ভিভান ঘোষ
  • সুরোশিনি হিসেবে কাঞ্চনা মৈত্র
  • বর্জ্জ্রমালা / কটকটীর মেয়ে হিসেবে মাধুবনী ঘোষ
  • মহারানী অম্রপালী / কুমার পৃথ্বীরাজের মা হিসেবে দেবযানী চট্টোপাধ্যায়
  • বিক্রম সিংহ / কুমার পৃথ্বীরাজের বাবা হিসেবে অরিজিত চক্রবর্তী
  • এলিয়েন হিসেবে সায়ন চক্রবর্তী

আমাদের লেটেস্ট লেখাগুলি সবার আগে পেতে তুফানগঞ্জ ডট কমের ফেসবুক পেজ লাইক করুন। ধন্যবাদ।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

2 comments:

  1. শুভ কামনা করছি

    ReplyDelete
  2. Hotath 37 bochor por epsode a ke ke ovinoy koreche tader asol nam ki ?

    ReplyDelete