রাহুল ও নন্দিনী একই কলেজে পড়ত। রাহুল নন্দিনীর সিনিয়র ছিল। রাহুল নন্দিনীকে ভালোবাসত। কিন্তু নন্দিনী তাকে ভালোবাসত না। একসময় নন্দিনির বিয়ে হয়ে যায়। নন্দিনীর মেয়ে হয়। তারপর হঠাৎ এক গাড়ি দুর্ঘটনায় নন্দিনীর স্বামী মারা যায়। রাহুল নন্দিনীর মেয়েকে খুব ভালবাসত। নন্দিনীর মেয়ের ভালোবাসার টানে সে নন্দিনী কে বিয়ে করে। এভাবে কাহিনির সূত্রপাত হয়। এরপর,রাহুলের সৎমা রুপাঞ্জনা এর সাথে নন্দিনীর লড়াই শুরু হয়।এভাবে কাহিনী এগিয়ে যায়।
'তুমি আসবে বলে' ধারাবাহিকে অভিনয়কারীদের আসল নাম
- রাহুল দেবরয় হিসেবে রাহুল (নাম অপরির্তিত রাখা হয়েছে)
- নন্দিনি দেবরয় হিসেবে সন্দিপ্তা সেন
- রুপাঞ্জনা দেবরয় হিসেবে রুপাঞ্জনা মিত্র
- সিঞ্জিনি দেবরয় / ঝুমঝুমি হিসেবে রগ্নিতা
- অঞ্জন সরকার হিসেবে সাগনিক চ্যাটার্জী
- জয়শ্রী সরকার হিসেবে জয়শ্রী মুখার্জী / সোনিকা চৌহান
- রনিত দেবরয় হিসেবে সুদীপ সরকার
- দিশা দেবরয় হিসেবে দিশা গাঙ্গুলী / ত্বারিতা চ্যাটার্জী
- মুনমুন হিসেবে সুচন্দ্রা ব্যানার্জী
- রিয়া মজুমদার হিসেবে প্রিয়াঙ্কা ভট্টাচার্য
- অভিনন্দন মজুমদার হিসেবে অর্ণব চৌধুরী
- সৌম্য দেবরয় হিসেবে অনিন্দ্য সরকার
- কলোনেল সেন হিসেবে ফাল্গুনী চ্যাটার্জী
- মিষ্টি / রংগ / সীমা হিসেবে শাওন দে
- পিয়ালি মজুমদার হিসেবে রঞ্জিনি চ্যাটার্জী
- নিখিলেশ মজুমদার হিসেবে সপ্তর্ষী রায়
- সন্দীপ হিসেবে সিদ্ধার্থ ব্যানার্জী
- ডঃ প্রবুদ্ধ চক্রবর্তী হিসেবে অনিমেষ ভাদুড়ী
- রোহিনী হিসেবে প্রীতি বিশ্বাস
- সরোজিনি হিসেবে অনিন্দিতা ভট্টাচার্য
- রুমি হিসেবে মেঘনা মূখার্জী
- লিপি হিসেবে অন্তরা মিত্র
- দেবমাল্য হিসেবে অনির্বান ভট্টাচার্য
আমাদের লেটেস্ট লেখাগুলি সবার আগে পেতে তুফানগঞ্জ ডট কমের ফেসবুক পেজ লাইক করুন। ধন্যবাদ।
Hazar Moner Kache Proshno Rekhe Lyrics
ReplyDelete