durga-puja-tufanganj-maa-aschen

'তুমি আসবে বলে' ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের আসল নাম

তুমি আসবে বলে ভারতের টেলিভিশন ধারাবাহিক। যেটি সোম থেকে শনি ভারতের সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় সম্প্রচার করা হয়।

tumi-asbe-bole-serial-actors-casts-real-name-star-jalsha

রাহুল ও নন্দিনী একই কলেজে পড়ত। রাহুল নন্দিনীর সিনিয়র ছিল। রাহুল নন্দিনীকে ভালোবাসত। কিন্তু নন্দিনী তাকে ভালোবাসত না। একসময় নন্দিনির বিয়ে হয়ে যায়। নন্দিনীর মেয়ে হয়। তারপর হঠাৎ এক গাড়ি দুর্ঘটনায় নন্দিনীর স্বামী মারা যায়। রাহুল নন্দিনীর মেয়েকে খুব ভালবাসত। নন্দিনীর মেয়ের ভালোবাসার টানে সে নন্দিনী কে বিয়ে করে। এভাবে কাহিনির সূত্রপাত হয়। এরপর,রাহুলের সৎমা রুপাঞ্জনা এর সাথে নন্দিনীর লড়াই শুরু হয়।এভাবে কাহিনী এগিয়ে যায়।

'তুমি আসবে বলে' ধারাবাহিকে অভিনয়কারীদের আসল নাম


  • রাহুল দেবরয় হিসেবে রাহুল (নাম অপরির্তিত রাখা হয়েছে)
  • নন্দিনি দেবরয় হিসেবে সন্দিপ্তা সেন
  • রুপাঞ্জনা দেবরয় হিসেবে রুপাঞ্জনা মিত্র
  • সিঞ্জিনি দেবরয় / ঝুমঝুমি হিসেবে রগ্নিতা
  • অঞ্জন সরকার হিসেবে সাগনিক চ্যাটার্জী
  • জয়শ্রী সরকার হিসেবে জয়শ্রী মুখার্জী / সোনিকা চৌহান
  • রনিত দেবরয় হিসেবে সুদীপ সরকার
  • দিশা দেবরয় হিসেবে দিশা গাঙ্গুলী / ত্বারিতা চ্যাটার্জী
  • মুনমুন হিসেবে সুচন্দ্রা ব্যানার্জী
  • রিয়া মজুমদার হিসেবে প্রিয়াঙ্কা ভট্টাচার্য
  • অভিনন্দন মজুমদার হিসেবে অর্ণব চৌধুরী
  • সৌম্য দেবরয় হিসেবে অনিন্দ্য সরকার
  • কলোনেল সেন হিসেবে ফাল্গুনী চ্যাটার্জী
  • মিষ্টি / রংগ / সীমা হিসেবে শাওন দে
  • পিয়ালি মজুমদার হিসেবে রঞ্জিনি চ্যাটার্জী
  • নিখিলেশ মজুমদার হিসেবে সপ্তর্ষী রায়
  • সন্দীপ হিসেবে সিদ্ধার্থ ব্যানার্জী
  • ডঃ প্রবুদ্ধ চক্রবর্তী হিসেবে অনিমেষ ভাদুড়ী
  • রোহিনী হিসেবে প্রীতি বিশ্বাস
  • সরোজিনি হিসেবে অনিন্দিতা ভট্টাচার্য
  • রুমি হিসেবে মেঘনা মূখার্জী
  • লিপি হিসেবে অন্তরা মিত্র
  • দেবমাল্য হিসেবে অনির্বান ভট্টাচার্য

আমাদের লেটেস্ট লেখাগুলি সবার আগে পেতে তুফানগঞ্জ ডট কমের ফেসবুক পেজ লাইক করুন। ধন্যবাদ।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

1 comments: