durga-puja-tufanganj-maa-aschen

স্যানডিস্ক বাজারে আনতে চলেছে বিশ্বের সর্বপ্রথম ১ টিবি মেমরি কার্ড

আপনি কি জানেন মেমরি কার্ডের ধারণ ক্ষমতা প্রতি দু-বছর অন্তর অন্তর দ্বিগুণ হয়ে যাচ্ছে? ২০১১ তে লেক্সার প্রথম ১২৮ জিবি মেমরি কার্ড বাজারে এনেছিল। তারপর ২০১২ সালে বাজারে আসল ২৫৬ জিবি মেমরি কার্ড এবং ২০১৪ সালে স্যানডিস্ক বের করল ৫১২ জিবির কার্ড।

sandisk-unveils-worlds-first-1tb-sd-card

এবার ২০১৬ তে স্যানডিস্ক বাজারে আনতে চলেছে বিশ্বের সর্বপ্রথম ১ টিবি মাইক্রো এসডি কার্ড। এখনকার জন্য এটি একটি প্রোটোটাইপ মাত্র, কোম্পানির তরফ থেকে এখনো এর দাম বা রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। কিন্তু স্যানডিস্ক এক্সট্রিম প্রো স্টোর করতে চলেছে ২৫৬ জিবি নয়, ৫১২ জিবি নয়, একেবারে ১০২৪ জিবি ডেটা।

প্রধানত, ফোর কে ক্যামেরাগুলির আধিক্যের কথা মাথায় রেখে এই চিপ বানানো হয়েছে। কারণ ফোর কে ক্যামেরাগুলিতে রেকর্ড করা হাই ডেফিনেশান ফটো / ভিডিও স্টোর করার সময় সাধারণ ক্যামেরার তুলনায় অনেক বেশী স্টোরেজের প্রয়োজন পড়ে। তাছাড়া বাজারে সিক্স কে ক্যামেরা আসার গন্ধও ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। সেগুলি বাজারে আসলে আরো বেশী ধারণ ক্ষমতার চিপের প্রয়োজন পড়বে।

লেখাটি শেয়ার করে খবরটি সবার আগে আপনার বন্ধুদেরকে জানান।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

0 comments:

Post a Comment