
এবার ২০১৬ তে স্যানডিস্ক বাজারে আনতে চলেছে বিশ্বের সর্বপ্রথম ১ টিবি মাইক্রো এসডি কার্ড। এখনকার জন্য এটি একটি প্রোটোটাইপ মাত্র, কোম্পানির তরফ থেকে এখনো এর দাম বা রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। কিন্তু স্যানডিস্ক এক্সট্রিম প্রো স্টোর করতে চলেছে ২৫৬ জিবি নয়, ৫১২ জিবি নয়, একেবারে ১০২৪ জিবি ডেটা।
প্রধানত, ফোর কে ক্যামেরাগুলির আধিক্যের কথা মাথায় রেখে এই চিপ বানানো হয়েছে। কারণ ফোর কে ক্যামেরাগুলিতে রেকর্ড করা হাই ডেফিনেশান ফটো / ভিডিও স্টোর করার সময় সাধারণ ক্যামেরার তুলনায় অনেক বেশী স্টোরেজের প্রয়োজন পড়ে। তাছাড়া বাজারে সিক্স কে ক্যামেরা আসার গন্ধও ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। সেগুলি বাজারে আসলে আরো বেশী ধারণ ক্ষমতার চিপের প্রয়োজন পড়বে।
লেখাটি শেয়ার করে খবরটি সবার আগে আপনার বন্ধুদেরকে জানান।
0 comments:
Post a Comment