durga-puja-tufanganj-maa-aschen

সেলফি লে না রে লিরিক্স | অভিমান - নাকাশ আজিজ, জলি দাস

অভিমান সিনেমা থেকে "সেলফি লে না রে" লিরিক্স
Starring: জিত, শুভশ্রী গাঙ্গুলী, সায়ন্তিকা ব্যানার্জী

selfie-le-na-re-lyrics-abhiman-jeet-shubhasree-sayantika-nakash-aziz-jolly-das

সিনেমাঃ অভিমান
গায়কঃ নাকাশ আজিজ এবং জলি দাস
সুরঃ শুদ্ধ রায়
লিরিক্সঃ প্রসেন
পরিচালকঃ রাজ চক্রবর্তী
কোরিওগ্রাফারঃ বাবা যাদব
Music Label: গ্রাসরুট এন্টারটেনমেন্ট



সেলফি লে না রে লিরিক্স


ও আমার বেবি ডল
চুপ কেন কথা বল
কবে যাবি ছাদনা তলায়
দেখছি ক্যালেন্ডার (x2)

হাত করা এ হাতে
এ মনের হাজতে
গ্রেপ্তার করব তোকে
হবি সারেন্ডার
তারপর বেসামাল
হবে কোর্ট মাস্টার
তোকে নিয়ে সুখের ঘরে
জেল খাটব রে

সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে
সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে

তোর সেলফি হাসি মনে
আমি বাধিয়ে রাখব যে
আর যখন তখন দেখব
চোখ খুলে চোখ বুজে

সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে

বুক দুরু দুরু
প্রেম হল শুরু
আর চোখে দেখলে হবে
হিংসে ডাবল দোষে
তোর পাশে হেটে
রোজ আপডেটে
ফেসবুকে বাড়ছে লাইক
হাজার হাজার রোজ
সেই লাইকের থাম্বস আপে
আমি সাঁতার কাটব রে

আর যখন তখন ডুববো
চোখ খুলে চোখ বুজে

সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে (x2)

হুম...তোর নাম ধরেই
ডাকলেই জোরে
হৃদয়ের ব্যালকোনিতে
বৃষ্টি নামে জোর
সেই জলে ভিজে
মন ডিপ ফ্রীজের
বরফের হিমেল হাওয়ায়
কাঁপছে যে অন্তর

মেঘ বৃষ্টির মায়া জলে
আমি প্রেম করব যে
আর যখন তখন ভিজব
চোখ খুলে চোখ বুজে

সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে (x2)

তোর সেলফি হাসি মনে
আমি বাঁধিয়ে রাখব যে
আর যখন তখন দেখব
চোখ খুলে চোখ বুজে

সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে

আরো নতুন নতুন বাংলা এবং হিন্দি গানের লিরিক্স আপনার ফেসবুক নিউজ ফিডে সরাসরি পেতে তুফানগঞ্জের ফেসবুক পেজে লাইক দিন।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

1 comments: