Starring: জিত, শুভশ্রী গাঙ্গুলী, সায়ন্তিকা ব্যানার্জী
সিনেমাঃ অভিমান
গায়কঃ নাকাশ আজিজ এবং জলি দাস
সুরঃ শুদ্ধ রায়
লিরিক্সঃ প্রসেন
পরিচালকঃ রাজ চক্রবর্তী
কোরিওগ্রাফারঃ বাবা যাদব
Music Label: গ্রাসরুট এন্টারটেনমেন্ট
সেলফি লে না রে লিরিক্স
ও আমার বেবি ডল
চুপ কেন কথা বল
কবে যাবি ছাদনা তলায়
দেখছি ক্যালেন্ডার (x2)
হাত করা এ হাতে
এ মনের হাজতে
গ্রেপ্তার করব তোকে
হবি সারেন্ডার
তারপর বেসামাল
হবে কোর্ট মাস্টার
তোকে নিয়ে সুখের ঘরে
জেল খাটব রে
সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে
সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে
তোর সেলফি হাসি মনে
আমি বাধিয়ে রাখব যে
আর যখন তখন দেখব
চোখ খুলে চোখ বুজে
সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে
বুক দুরু দুরু
প্রেম হল শুরু
আর চোখে দেখলে হবে
হিংসে ডাবল দোষে
তোর পাশে হেটে
রোজ আপডেটে
ফেসবুকে বাড়ছে লাইক
হাজার হাজার রোজ
সেই লাইকের থাম্বস আপে
আমি সাঁতার কাটব রে
আর যখন তখন ডুববো
চোখ খুলে চোখ বুজে
সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে (x2)
হুম...তোর নাম ধরেই
ডাকলেই জোরে
হৃদয়ের ব্যালকোনিতে
বৃষ্টি নামে জোর
সেই জলে ভিজে
মন ডিপ ফ্রীজের
বরফের হিমেল হাওয়ায়
কাঁপছে যে অন্তর
মেঘ বৃষ্টির মায়া জলে
আমি প্রেম করব যে
আর যখন তখন ভিজব
চোখ খুলে চোখ বুজে
সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে (x2)
তোর সেলফি হাসি মনে
আমি বাঁধিয়ে রাখব যে
আর যখন তখন দেখব
চোখ খুলে চোখ বুজে
সোনা রে, সোনা রে
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে
আরো নতুন নতুন বাংলা এবং হিন্দি গানের লিরিক্স আপনার ফেসবুক নিউজ ফিডে সরাসরি পেতে তুফানগঞ্জের ফেসবুক পেজে লাইক দিন।
Hazar Moner Kache Proshno Rekhe Lyrics
ReplyDelete