durga-puja-tufanganj-maa-aschen

জেনে নিন "পটল কুমার গানওয়ালা" সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের আসল নাম

স্টার জলসার ধারাবাহিক "পটল কুমার গানওয়ালা" এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার আর প্রোডিউসার শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিকে এক তরুন গায়ক পটলের কাহিনী বর্ণিত হয়েছে যেখানে পটল তার বাবার খোঁজে বেরিয়েছে।

potol-kumar-ganwala-star-jalsha-actor-real-names

চলুন এক ঝলকে জেনে নেই "পটল কুমার গানওয়ালা" সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের আসল নামঃ

পোতেশ্বরী / পটল হিসেবে হিয়া দে
পোতেশ্বরী / পটল হিসেবে হিয়া দে
সুজন মল্লিক হিসেবে সাহেব চ্যাটার্জী
সুজন মল্লিক হিসেবে সাহেব চ্যাটার্জী
তুলিকা / তুলি হিসেবে সিঞ্চনা
তুলিকা / তুলি হিসেবে সিঞ্চনা

রাশমনি হিসেবে স্বাগতা চ্যাটার্জী
রাশমনি হিসেবে স্বাগতা চ্যাটার্জী

অদ্বিতী হিসেবে ত্রমীলা ভট্টাচার্য
অদ্বিতী হিসেবে ত্রমীলা ভট্টাচার্য
এছাড়া রয়েছেঃ


  • নন্দ হিসেবে রোহিত মুখার্জী
  • সুজনের মা হিসেবে ছন্দা চ্যাটার্জী
  • দীপা হিসেবে কৌশিকি গুহ
  • চন্দন হিসেবে ভাস্কর ব্যানার্জী
  • সুজনের শ্বশুর মশাই হিসেবে সুমন্ত্রা মুখার্জী
  • তমালী হিসেবে মানসী সিনহা
  • অদ্বিতীর বোন হিসেবে রিয়াঙ্কা দাশগুপ্ত
  • বাতব্যাল হিসেবে সুব্রত গুহরয়
  • বিষ্টু হিসেবে সৌরভ দাস
  • কমলা হিসেবে মিমি দত্ত
  • বরুন হিসেবে অনিন্দ ব্যানার্জী
  • সুভাগা হিসেবে অদ্রিজা রায়


এবিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

1 comments: