
নীচে টনসিলের রোগীদের গলাব্যাথা কমানোর জন্য কয়েকটি ঘরোয়া চিকিৎসা উল্লেখ করা হলঃ
- টনসিলের রোগীদের জন্য হলুদ খুবই উপকারী। হলুদের পাউডারের পেস্ট বানিয়ে গলায় লাগালে উপকার পাওয়া যায়। এর সাথে সাথে আধা চামচ হলুদ পাউডারের সাথে মধু মিশিয়ে চকলেটের মতো করে খেলে গলাব্যাথা উপশম হয়।
- দিনে ৩-৪ বার উষ্ণ গরম জলে নুন মিশিয়ে গারগল করুন, তারপর কিছুটা হালকা গরম জল খান।
- লেবু, মধু আর নুন মিশিয়ে খেলে গলাব্যাথা প্রশমিত হয়।
- গলায় ইনফেকশন হলে গাজর খেলে কমে যায়, এতে টনসিল হওয়ার সম্ভাবনাও কমে যায়।
- দুধে হলুদ পাউডার মিশিয়ে খেলে গলাব্যাথা কমে যায়।
- হালকা গরম জলে রসুন পিশে মিশিয়ে বার বার খেলে টনসিল কমে যেতে থাকে।
- গরম জলে ফিটকারী আর নুন মিশিয়ে গারগল করলে টনসিল কমে যায়।
- গরম জলে চা পাতা মিশিয়ে জাল করে সে জল হালকা গরম হলে তা দিয়ে গারগল করলে টনসিল আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
0 comments:
Post a Comment