durga-puja-tufanganj-maa-aschen

ঠিক এমন এভাবে লিরিক্স | গ্যাংস্টার - মিমি, যশ দাশগুপ্ত

গ্যাংস্টার সিনেমা থেকে "ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে" লিরিক্স
Starring: যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী, খরাজ মুখার্জী, বিশ্বনাথ বসু এবং অন্যান্যরা।

thik-amon-evabe-gangster-lyrics

সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬)
গায়কঃ অরিজিত সিং
সুরঃ অরিন্দম চ্যাটার্জী
লিরিক্সঃ প্রসেন
পরিচালকঃ বীরসা দাশগুপ্ত
Music Label: শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

ঠিক এমন এভাবে লিরিক্স


ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই...
আর তুই ছাড়া গতি নেই

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

তোরি মত কোনো একটা কেউ
কথা দিয়ে যায়,
ছায়া হয়ে যায়
তোরি মত কোনো একটা ঢেউ
ভাসিয়ে আমায়
দূরে নিয়ে যায়

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকব আমি চুপ
দিনে তে আমার, দুপুরে আমার

ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই...
আর তুই ছাড়া গতি নেই

ছুয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক
গেলে যাবে চোখের বাইরে না (x2)

গ্যাংস্টার সিনেমার অন্যান্য গানের লিরিক্সঃ


ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যা, তুফানগঞ্জ ডট কমের ফেসবুক পেজ লাইক করতে ভুলবেন না যেন।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

0 comments:

Post a Comment