তবে এই ক্ষতির হাত থেকে বাঁচতে অথচ ঠোঁটকে গোলাপি করতে আপনি এই ৫ টি প্রাকৃতিক জিনিস ব্যাবহার করতে পারেন।
- ঠোঁটকে গোলাপি করতে আপনি বিট ব্যাবহার করতে পারেন। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
- অলিভ অয়েল আর ভেসলিন একসাথে মিশিয়ে দিনে ২-৩ বার করে লাগালে ঠোঁট গোলাপি হয়।
- ঠোঁটে ডিমের কুসুম লাগালে ঠোঁট গোলাপি হতে থাকে।
- সকালে আর সন্ধ্যায় ঠোঁটে মধু লাগালে ঠোঁট গোলাপি হয়।
- দুধ আর কেশর একসাথে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট গোলাপি ও সুন্দর হয়।
- চেপা লেবুর ছাবা সকাল আর সন্ধ্যায় ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হয়।
- মিল্ক ক্রীম আর হলুদ একসাথে মিশিয়ে লাগালে কিছু দিনের মধ্যেই ঠোঁট গোলাপি হয়ে ওঠে।
এধরণের আরো টিপস সরাসরি আপনার ফেসবুক নিউজ ফীডে পাবার জন্য তুফানগঞ্জ ডট কম এর ফেসবুক পেজ লাইক করুন।
ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়
ReplyDelete