durga-puja-tufanganj-maa-aschen

মেয়েদের ঠোট গোলাপি করার ৭ টি সহজ টিপস

সুন্দর গোলাপি ঠোঁট কোন মেয়ে না চায়। কিন্তু ঠোঁটকে গোলাপি করতে গিয়ে বেশীরভাগ মহিলা দামী অথবা কমদামী লিপস্টিক বা অন্য কোন রাসায়নিক প্রোডাক্ট ব্যাবহার করে থাকেন যা ঠোঁটের ত্বকের পক্ষে ক্ষতিকারক।

natural-ways-tips-get-pinkish-lips

তবে এই ক্ষতির হাত থেকে বাঁচতে অথচ ঠোঁটকে গোলাপি করতে আপনি এই ৫ টি প্রাকৃতিক জিনিস ব্যাবহার করতে পারেন।

  • ঠোঁটকে গোলাপি করতে আপনি বিট ব্যাবহার করতে পারেন। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
  • অলিভ অয়েল আর ভেসলিন একসাথে মিশিয়ে দিনে ২-৩ বার করে লাগালে ঠোঁট গোলাপি হয়।
  • ঠোঁটে ডিমের কুসুম লাগালে ঠোঁট গোলাপি হতে থাকে।
  • সকালে আর সন্ধ্যায় ঠোঁটে মধু লাগালে ঠোঁট গোলাপি হয়।
  • দুধ আর কেশর একসাথে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট গোলাপি ও সুন্দর হয়।
  • চেপা লেবুর ছাবা সকাল আর সন্ধ্যায় ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হয়।
  • মিল্ক ক্রীম আর হলুদ একসাথে মিশিয়ে লাগালে কিছু দিনের মধ্যেই ঠোঁট গোলাপি হয়ে ওঠে।

এধরণের আরো টিপস সরাসরি আপনার ফেসবুক নিউজ ফীডে পাবার জন্য তুফানগঞ্জ ডট কম এর ফেসবুক পেজ লাইক করুন।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

1 comments: