durga-puja-tufanganj-maa-aschen

চারিদিকে শুধু কাশফুল আর কাশফুলঃ দেখে নিন তুফানগঞ্জের কোন জায়গা এটা?

নবধন্য নবসাজে, সবে স্বাগত জানায়।
সর্বঘট পূর্ন, রহে উমার দয়ায়।।

আগামী কাল মহালয়া। আর মহালয়া মানেই দূর্গাপূজার দিন গোনা। প্রতিবারের ন্যায় এবারও তুফানগঞ্জের অনেক মানুষ কাল সকালে কাশফুল তুলতে ব্রিজের পাড়ে যাবেন। আর এখানেই এবার কাশফুলের ফলন সবচেয়ে বেশী।

huge-kash-flower-at-tufanganj

উপরের ছবিটি দেখে নিশ্চই বুঝতে পারছেন কি হারে কাশফুল ফুটেছে এখানে। তবে হ্যাঁ। নদীর দুই তিরের কাশফুলের ফলনে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। আপনি যদি ব্রিজ পার করে নদীর ওপারে চলে যান তাহলে কিন্তু আপনার কপালে ভালো কাশফুল নাও জুটতে পারে। বরং আপনাকে কাঁদায় মুখ থুবরে পড়তে হতে পারে।

huge-kash-flower-at-tufanganj
কর্দমাক্ত রাস্তা
নদীর ওপারে খুব কম জায়গার মধ্যেই কাশফুল পাবেন আপনি।

huge-kash-flower-at-tufanganj
নদীর ওপারে কাশফুলের ফলন (খুবই কম)
এবার আসি নদীর এই তিরে। সেখানে যেতে আপনাকে নদী পার করতে হবে না। সেখানে যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা হল বিবেকানন্দ হাইস্কুলের পাশের রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি খুব সহজেই এবং দ্রুত নদীর পারে পৌঁছতে পারবেন। তারপর রেল ব্রিজটা অতিক্রম করলেই আপনি দেখতে পাবেন কাশফুলের বিশাল সমাহার।

huge-kash-flower-at-tufanganj

huge-kash-flower-at-tufanganj

এখানে চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল।

huge-kash-flower-at-tufanganj

শুধু মনে করে বাড়ি থেকে একটা ধারালো ব্লেড সাবধানে নিয়ে যাবেন আর যত খুশি কাশফুল কেটে নিয়ে আসবেন। যদিও কাশফুল বাড়িতে এনে কাশফুলের আশ দিয়ে বাড়িঘর নোংরা করার কোন মানেই হয়না। কিন্তু, তবুও মহালয়ার সকালে নদীর পাড়ে গিয়ে কাশফুল কেটে হাতের মুঠোয় করে রাস্তা দিয়ে আসার মধ্যে এক আলাদা মজাই রয়েছে। কি বলেন?

huge-kash-flower-at-tufanganj

আরেকটা কথা বলে রাখা ভালো, কাশফুল কাটতে কাটতে নদীর একেবারে কাছে চলে যাবেন না। সেখানে কিন্তু মাঝে মাঝে এমন কাঁদা রয়েছে যা দেখে আপনি হয়ত বুঝতে পারবেন না কিন্তু পা রাখলে অনেকখানি নীচে ঢুকে যাবে। আপনার জামা নোংরা হবে, পায়ে কাঁদা লাগবে, এমনকি আপনি নদীতেও পড়ে যেতে পারেন। আমি গত কাল এই লেখার জন্য ফটো তুলতে তুলতে এরকম এক জায়গায় চলে গিয়েছিলাম। তারপর আমার পায়ের এই অবস্থা হয়।

huge-kash-flower-at-tufanganj

পায়ে কাঁদা লাগলে আপনি নদীতে ধুয়ে নিতে পারেন। আর নদীতে যেতে ভয় লাগলে আপনি এই ধরণের ছোটখাট জলার সাহায্য নিতে পারেন।

huge-kash-flower-at-tufanganj

২৮ তারিখ অর্থাৎ গতকাল বেশ রোদ ঝলমলে দিন ছিল। তাই কাশফুলও একদম শুকনো ও ফুরফুরে ছিল।

huge-kash-flower-at-tufanganj
তরতাজা ও ফুরফুরে কাশফুল
তবে আজ আকাশ মেঘলা, বৃষ্টিও পড়ছে, কাশফুলগুলো হয়ত ভিজে চপচপা হয়ে গেছে। আর, কাল সকালে যদি বৃষ্টি থাকে তাহলেতো কোন কথাই নেই। বাড়িতে বসে টিভিতে মহালয়া দেখা ছাড়া আর কোন উপায়ই থাকবে না। ধূর! মজাই নষ্ট!!

আমার এই লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তবে আমায় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এটা পড়ে আপনার কেমন লাগল তা আপনি নীচে কমেন্ট করে জানাতে পারেন। এর সাথে সাথে তুফানগঞ্জ ডট কমের ফেসবুক পেজও লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

0 comments:

Post a Comment