Starring: যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী, খরাজ মুখার্জী, বিশ্বনাথ বসু এবং অন্যান্যরা।
সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬)
গায়কঃ অরিজিত সিং
সুরঃ অরিন্দম চ্যাটার্জী
লিরিক্সঃ প্রসেন
পরিচালকঃ বীরসা দাশগুপ্ত
Music Label: শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
তোমাকে চাই লিরিক্স
তোমার নামের রোদ্দুরে
আমি দেখেছি সমুদ্দুরে
জানি না যাবো কদ্দুরে এখনো (x2)
আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনো
ফন্দি আটে মন পালাবার...
বন্দি আছে কাছে সে তোমার...
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)
হল শুরু সাত দিনে
এই খেলাধূলো রাত দিনের
জানি বারণ করার সাধ্যি নেই,
আর আমার...
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি,
বার বার
বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছে মত আমাকে সাজাও
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)
মনের গভীরে, ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাবো
আমার কাছে কারণেরা আছে
নিজেকে আমি খুজেই নেব
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই (x2)
গ্যাংস্টার সিনেমার অন্যান্য গানের লিরিক্সঃ
নিচে শেয়ার বাটনে ক্লিক করে লিরিক্সটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
Hazar Moner Kache Proshno Rekhe Lyrics
ReplyDeleteভাল লাগলো
ReplyDeleteNice song
ReplyDeleteYou also see this post https://dipuslyrics.blogspot.com/2020/11/tomake-chai-lyrics-un-bangla-english-by.html
This comment has been removed by the author.
ReplyDelete