durga-puja-tufanganj-maa-aschen

স্টার জলসার 'খোকাবাবু' ধারাবাহিকে অভিনয়কারীদের আসল নাম

'খোকাবাবু' স্টার জলসা টিভি চ্যানেলের একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক।

khokababu-serial-actors-casts-real-name-star-jalsha

এই ধারাবাহিকের প্রোডিউসার হলেন স্নেহাশীষ চক্রবর্তী। এই ধারাবাহিকে প্রতীক সাহা এবং তৃণ সাহা কে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।

'খোকাবাবু' ধারাবাহিকে অভিনয়কারীদের আসল নাম


  • খোকা / রঘুনাথ মূখার্জী হিসেবে প্রতীক সাহা
  • তরি হিসেবে তৃণ সাহা
  • অনুরাধা হিসেবে দেবযানী চ্যাটার্জী
  • কৌশল্যা হিসেবে মৌসুমী সাহা
  • জগন্নাথ মূখার্জী হিসেবে কুশল চক্রবর্তী
  • রাজ শেখর হিসেবে বিমল চক্রবর্তী
  • প্রীত হিসেবে আদিত্য চৌধুরী
  • ঐশী হিসেবে রূপসা চক্রবর্তী
  • আরতী হিসেবে শ্রাবনী মূখার্জী
  • আরতীর স্বামী হিসেবে রাজা চ্যাটার্জী
  • বানী হিসেবে উপনীতা ব্যানার্জী
  • ময়ুরী হিসেবে পূর্বাশা রায়
  • তিথি হিসেবে মেঘনা মূখার্জী
  • তিথির মা হিসেবে তাপসী রায় চৌধুরী

আমাদের লেটেস্ট লেখাগুলি সবার আগে পেতে তুফানগঞ্জ ডট কমের ফেসবুক পেজ লাইক করুন। ধন্যবাদ।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

1 comments: