এবার টেলিকম সংস্থা এয়ারসেলের সাথে আম্বানির রিলায়ান্স কমিউনিকেশান্স মিশে তৈরি হল ভারতের চতুর্থ সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর। এখন এদের মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৬৫ হাজার কোটি টাকা।
কাগজপত্রে সইসাবুদ করে এই দুই কোম্পানি এক হওয়ার পাকাপাকি ব্যাবস্থা করে ফেলেছে। নতুন কোম্পানিতে আরকম এবং এয়ারসেল-এর ৫০ শতাংশ করে শেয়ার থাকবে। নতুন কোম্পানির বোর্ডেও দুই কোম্পানির সমান সংখ্যক প্রতিনিধি থাকবেন।
দুটি কোম্পানির তরফ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ক্রেতার সংখ্যা এবং রাজস্বের দিক থেকে ভারতের ৪টি সব চেয়ে বড়ো টেলিকম কোম্পানির একটি হবে আরকম-এয়ারসেল কম্বিনেশন। রাজস্বের দিক থেকে দেশের ১২টি গুরুত্বপূর্ণ সার্কেলে এই নতুন কোম্পানি হবে তিনটি বড়ো অপারেটরের মধ্যে একটি।”
নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি।
এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।
0 comments:
Post a Comment