durga-puja-tufanganj-maa-aschen

বলনা রে মন লিরিক্স | গ্যাংস্টার - অরিন্দম

গ্যাংস্টার সিনেমা থেকে "বলনা রে মন" লিরিক্স।
Starring: যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী, খরাজ মুখার্জী, বিশ্বনাথ বসু এবং অন্যান্যরা।

bol-na-re-mon-lyrics-gangster-mimi-yash-dashgupta

সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬)
গায়কঃ অরিজিত সিং
সুরঃ অরিন্দম চ্যাটার্জী
লিরিক্সঃ প্রসেন
পরিচালকঃ বীরসা দাশগুপ্ত
Music Label: শ্রী ভেঙ্কটেশ ফিল্মস



বলনা রে মন লিরিক্স


বলনা রে মন কোথায় যাবি
কোথায় গেলে শান্তি পাবি (x3)
দেখবি শেষে সেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই

মন পুকুরে ময়লা জমেছে...
সে ময়লা কে পাগলা এ মন
গয়না ভেবেছে... (x2)

কিসের এত বিষের নেশায়
অমৃতে তোর অসুখ মেশায় (x3)
দেখবি তাকালেই...
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই

ছিপের ডগায় শামুক তুলেছিস...
সেই খোলসের সাপের বাসা
চিনতে ভুলেছিস (x2)

বলনা রে মন সত্যি করে
বাঁচবি এখন কীসের জোরে? (x3)
দেখবি তাকালেই...
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই

গ্যাংস্টার সিনেমার অন্যান্য গানের লিরিক্সঃ


নিচে শেয়ার বাটনে ক্লিক করে লিরিক্সটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

0 comments:

Post a Comment