Starring: যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী, খরাজ মুখার্জী, বিশ্বনাথ বসু এবং অন্যান্যরা।
সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬)
গায়কঃ অরিজিত সিং
সুরঃ অরিন্দম চ্যাটার্জী
লিরিক্সঃ প্রসেন
পরিচালকঃ বীরসা দাশগুপ্ত
Music Label: শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
বলনা রে মন লিরিক্স
বলনা রে মন কোথায় যাবি
কোথায় গেলে শান্তি পাবি (x3)
দেখবি শেষে সেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই
মন পুকুরে ময়লা জমেছে...
সে ময়লা কে পাগলা এ মন
গয়না ভেবেছে... (x2)
কিসের এত বিষের নেশায়
অমৃতে তোর অসুখ মেশায় (x3)
দেখবি তাকালেই...
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই
ছিপের ডগায় শামুক তুলেছিস...
সেই খোলসের সাপের বাসা
চিনতে ভুলেছিস (x2)
বলনা রে মন সত্যি করে
বাঁচবি এখন কীসের জোরে? (x3)
দেখবি তাকালেই...
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই
গ্যাংস্টার সিনেমার অন্যান্য গানের লিরিক্সঃ
নিচে শেয়ার বাটনে ক্লিক করে লিরিক্সটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
0 comments:
Post a Comment