durga-puja-tufanganj-maa-aschen

এক ঝলকে দেখে নিন কি কি থাকছে আইফোন ৭-এ

এই মাসেই রিলিজ হল অ্যাপলের লেটেস্ট মডেল আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। বাজারে আসার সাথে সাথেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপেলের এই দুটি মডেল।

apple-iphone-7-price-specifications

ভারতীয় মুদ্রায় আইফোন ৭ এর দাম প্রায় ৯৫,০০০ টাকা। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক আইফোন ৭ এর স্পেসিফিকেশানগুলি।

ডিসপ্লে এবং কনফিগারেশন


আইফোন ৭ এ থাকছে ৪.৭ ইঞ্চি এলসিডি (৭৫০x১,৩৩৪ পিক্সেল) ডিসপ্লে। এতে থ্রিডি টাচ স্ক্রীন ব্যাবহৃত হয়েছে। ডিসপ্লে তে পিক্সেলের ঘনত্ব ৩২৬ ppi।

আইফোন ৭ এ রয়েছে আই ও এস ১০ অপারেটিং সিস্টেম, ৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, A10 চিপসেট। মাল্টিটাস্কিং-কে আরো মসৃণ করার জন্য এতে রয়েছে ২ জিবি র‍্যাম।

ক্যামেরা এবং স্টোরেজ


আইফোন ৭ এ থাকছে ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আইফোন ৭ এর ব্যাক ক্যামেরা হাই রেজলুশন ফোর কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

আইফোন ৭ এ মাইক্রো এসডি কার্ড বা মেমরি কার্ড লাগাবার স্লট নেই। কিন্তু এই মডেলে আগের আইফোন গুলির তুলনায় অনেক বেশী ইনবিল্ড স্টোরেজ রয়েছে। আইফোন ৭ এর ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ বিশিষ্ট তিনটি আলাদা আলাদা চয়েজ রয়েছে। আবার স্টোরেজের ভিন্নতার জন্য এদের মধ্যে দামেরও পার্থক্য রয়েছে।

অডিও এবং এয়ারপড


আইফোন ৭ এ দুটি স্টিরিও স্পীকার রয়েছে। এছাড়া রয়েছে ৩.৫ এম এম হেডফোন জ্যাক। আইফোন ৭ এর সাথে আপনি পাবেন অ্যাপেলের ওয়্যারলেস এয়ারপড। এই এয়ারপডেরো একটি বিশিষ্টতা আছে। আপনি হেডফোন কানে লাগিয়ে রেখেছেন নাকি খুলে ফেলেছেন তাও এ বুঝতে পারে। কানে লাগিয়ে গান শুনতে শুনতে হটাত করে খুলে ফেললে গানও আপনা আপনি পজ হয়ে যাবে।

ব্যাটারি এবং কানেক্টিভিটি


অন্যান্য আইফোন গুলির তুলনায় আইফোন ৭ এর ব্যাটারি ব্যাকয়াপও অনেক বেশী কারণ এতে রয়েছে ৩,০০০ মেগা হার্জের বিশাল লিথিয়াম-পলিমার নন-রিমুভেবল ব্যাটারি।

কানেক্টিভিটির জন্য রয়েছে 3G, 4G, GPRS, EDGE, Wi-Fi 802.11, a/ac/b/g/n, মোবাইল হটস্পট, ব্লুটুথ, GPS, গ্লোনাস, NFC, OTA ইত্যাদি।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

0 comments:

Post a Comment