durga-puja-tufanganj-maa-aschen

হীরে ও ২৪ ক্যারেট স্বর্ণ মুদ্রিত আইফোন ৭

আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস উভয়ই এখন বাজারে চলে এসেছে। ইতিমধ্যে ভিয়েতনামের এক সংস্থা আইফোন ৭ মডেলটির জন্য স্বর্ণ মুদ্রণ পরিষেবা চালু করে ফেলেছে। আপনার যদি আইফোন ৭ এর কালার অপশন পছন্দ না হয় তবে আপনিও আপনার আইফোন ৭ টিকে এদের দিয়ে হীরে ও ২৪ ক্যারেট স্বর্ণ মুদ্রিত এক বিলাসবহুল মোবাইল ফোনে পরিণত করে নিতে পারেন।

diamond-24k-gold-plated-iphone-7

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে একটি সাধারণ আইফোন ৭ কে ২০ টি আলাদা আলাদা স্টেজের মধ্য দিয়ে নিয়ে গিয়ে সম্পূর্ণভাবে স্বর্ণ মূদ্রিত করে ফেলা হয়। দামী ধাতু সোনা-কে স্ক্র্যাচের হাত থেকে বাঁচাবার জন্য সব শেষে ন্যানো কোটিং লাগিয়ে দেওয়া হয়। লেজার বিমের মাধ্যমে আপনি আপনার নাম, লোগো অথবা সই-ও আইফোনের পেছনে খোদাই করে নিতে পারেন।

একটি ৩২ জিবি আইফোন ৭ এর জন্য এর দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় ১,২৩,৫০০ টাকা, ১২৮ জিবি আইফোন ৭ এর জন্য পড়বে ১,৫৬,০০০ টাকা এবং ২৫৬ জিবি আইফোন ৭ এর জন্য দাম পড়বে ১,৬৯,০০০ টাকা। আর আইফোন ৭ প্লাসের ক্ষেত্রে এই তিনটি মডেলের জন্য ৬৫০০ টাকা করে বেশী দিতে হবে।
গুগল প্লাসে শেয়ার করুন

আমার সম্পর্কে

নমস্কার! আমি শিবম, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বাংলা স্নাতকে প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই আমার টেকনোলজির প্রতি অগাধ টান। সেই টানের বশবর্তী হয়েই ইন্টারনেট থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে থাকি। তুফানগঞ্জ ডট কম-এ আমি আমার জন্মভূমি তুফানগঞ্জ-এর বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরো মজাদার করে তোলার জন্য নানা ধরণের লেখা প্রকাশ করে থাকি। এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক ফ্রেইন্ড হতে পারেন।

0 comments:

Post a Comment