এর ফলে শরীরে বিভিন্ন দূরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়। তবে চলুন দেখে নেই খিদে বাড়ানোর কয়েকটি ঘরোয়া উপায়ঃ
- পুদিনার রসে মধু মিশিয়ে খেলে খিদে বাড়ে।
- কয়েকটি ছোট এলাচ নিয়ে জলে দিয়ে জাল করুন। তারপর ওই জল ঠান্ডা করে খেলে থাকলে খিদে বাড়ে।
- প্রতিদিন আপেলের রস খেলে খিদে বাড়ে। আপেল খেলে রক্তও পরিষ্কার হয়।
- লেবুর রসে নুন মিশিয়ে খেলে খিদে না পাওয়ার রোগ দূর হয়ে যায়।
- খাবার আগে আদা কেটে তার সাথে নুন মিশিয়ে খেলে খিদে পায়।
- অনেকক্ষন ধরে খিদে না পেলে কাঁচা টমেটো খান, এতে খিদে বাড়বেই বাড়বে।
- কালো মরিচের পাউডারে মধু মিশিয়ে দিনে ৩-৪ বার করে খেলে খিদে বেড়ে যায়।
- ব্ল্যাক সল্ট গুঁড়ো করে মাঝে মাঝে অল্প অল্প করে চাটলে খিদে পেতে থাকে।
Hazar Moner Kache Proshno Rekhe Lyrics
ReplyDelete