
J7 Prime এ থাকছে সাড়ে পাঁচ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। সাথে থাকছে ১.৬ গিগা হার্জ অক্টা কোর প্রসেসর, তিন জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ (রম), মাইক্রো এসডি স্লট, ডুয়াল সিম সাপোর্ট। সাথে থাকছে ১৩ মেগা-পিক্সেল পেছনের ক্যামেরা এবং ৮ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, মেটাল বডি আর ৩৩০০ মেগা-হার্জের ব্যাটারি।
অন্যদিকে, J5 Prime এ থাকছে ৫ ইঞ্চি ৭২০ পি LCD ডিসপ্লে, ১.৪ গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ, মাইক্রো এসডি স্লট, ১৩ মেগা পিক্সেল পেছনের ক্যামেরা, ৫ মেগা-পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২৪০০ মেগা হার্জের ব্যাটারি। বাদবাকি সব ফিচার J7 Prime এর অনুরূপ।
ভারতে Galaxy J7 Prime এর দাম ১৮,৭৯০ টাকা এবং J5 Prime এর দাম পড়বে প্রায় ১৪,৩০০ টাকা। দুটি মডেলই কালো এবং সোনালি রঙ্গে পাওয়া যাবে। J7 Prime বর্তমানে রিটেইল আউটলেট গুলোতে এবং স্যামসাং অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
0 comments:
Post a Comment